ভর্তি সংক্রান্ত বিষয়াবলী:
১. শিক্ষার্থীর বয়স কমপক্ষে ৭ বছর হতে হবে, যেন সাধারণ প্রয়োজনগুলো নিজে নিজেই পূর্ণ করতে পারে।
২. ভর্তির সময় শিক্ষার্থী এবং তার দায়িত্বশীল অভিভাবক উপস্থিত থাকতে হবে।
৩. ভর্তির জন্য নির্ধারিত ফরম সংগ্রহ করত: তা পূর্ণ করে ভর্তির আবেদন করতে হবে।
৪. অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।
৫. শিক্ষার্থীর জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিতে হবে।
৬. শিক্ষার্থী কমপক্ষে নিজের সংক্ষিপ্ত ঠিকানা এবং অভিভাবকের মোবাইল নাম্বার মুখস্থ বলতে সক্ষম হওয়া।
৭. প্রয়োজনীয় বিষয়গুলো পূরণ করত: নির্ধারিত ভর্তির ফি ও মাসিক প্রদেয় পরিশোধ করার মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।
৮. পূর্ণ ১২ মাসের বেতন ও আবাসিক খরচ প্রদান করতে হবে।
৯. শিক্ষার্থীর মানসিক বা শারীরিক জটিল কোন রোগ আছে কিনা তা উল্লেখ করতে হবে।
১০. অভিভাবকগণ নিজ দায়িত্বে শিক্ষার্থীকে প্রতিষ্ঠানে দিয়ে যাবেন এবং নিয়ে যাবেন।
১১. প্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গ করার কারণে দূর্ঘটনায় শিকার হলে প্রতিষ্ঠান কোন ধরনের দায়ভার গ্রহণ করবে না।
বিশেষ দ্রষ্টব্য: ভর্তি বাবদ প্রদত্ত খরচ ফেরতযোগ্য নয়, তবে মাসিক খোরাকির জন্য প্রদেয় আনুপাতিক হারে ফেরত যোগ্য।
💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢💢
খরচের বিবরণী:-
ভর্তির ফরম: ———– ২০০
ভর্তি ফি: ————- ৩০০০
লাইব্রেরী: ————– ২০০
লকার ফি: ———— ১৫০০
মাসিক বেতন: ——— ১৬০০
মাসিক খোরাকি: ——- ১৮০০
আবাসিক খরচ: (বিদ্যুৎ, পানি, আবাসন ও জেনারেটর) ————- ৫০০
বিনোদনমূলক খরচ (এককালীন) ১২০০