নূরানী মক্তবের বৈশিষ্ট্যাবলী:
১. আফটার স্কুল
২. শিশুসূলভ পদ্ধতিতে পাঠদান
৩. সহজ পদ্ধতিতে শিক্ষা প্রদান।
৪. স্বল্প সময়ে কুরআন পাঠের সক্ষমতা অর্জন।
৫. দৈনিক পড়ালেখার হিসাব গ্রহণ।
৬. আমল-আখলাকের প্রতি গুরুত্বারোপ।
নাজেরা বিভাগের বৈশিষ্ট্যাবলী:
১. পরিপূর্ণরূপে বিশুদ্ধভাবে কুরআন তিলাওয়াতের সক্ষমতা অর্জন।
২. আন্তর্জাতিক মানের তিলাওয়াতে পারদর্শীতা।
৩. প্রাথমিক পর্যায়ের বাংলা, অংক ও ইংরেজি বিষয়ক শিক্ষা অর্জন।
৪. মাশকে’র প্রতি বিশেষ গুরুত্বারোপ।
৫. মনিটর ও সাউন্ড সিস্টেমের মাধ্যমে আন্তর্জাতিক মানের তিলাওয়াত প্রশিক্ষণ।
৬. প্রয়োজনীয় দোয়া-মাসআলা সহ বিভিন্ন ধরনের ইসলামী সাধারণ জ্ঞান ও শিষ্টাচার সম্পর্কে শিক্ষা প্রদান।
তাহফীজুল কুরআন বিভাগের বৈশিষ্ট্যাবলী:
১. তিন বছরে হিফজ সম্পন্ন ও এক বছর অনুশীলন। (তবে মেধা ও মনোযোগের তারতম্যের কারণে সময় কম বেশি হতে পারে।)
২. বেফাকুল মাদারিসিল আরাবিয়্যাহ বাংলাদেশ” বোর্ডের অধীনে পরিচালিত।
৩. নিয়মিত মাশকে’র প্রতি গুরুত্বারোপ।
৪. মনিটর ও সাউন্ড সিস্টেমের মাধ্যমে আন্তর্জাতিক মানের তিলাওয়াত প্রশিক্ষণ।
৫. মাখরাজ, সিফাতসহ তাজবিদের প্রতি গুরুত্বারোপ।
৬. দৈনন্দিন তিলাওয়াত ও সাপ্তাহিক সবিনা বাধ্যতামূলক।
ফরজে আইন (বয়ষ্ক শিক্ষা) বিভাগের বৈশিষ্ট্যাবলী:
১. সকল শ্রেণীর সাধারণ মুসলিমদের জন্য দ্বীনের মৌলিক জ্ঞান অর্জন।
২. বিশুদ্ধ ভাবে কুরআনুল কারীম পড়ার সক্ষমতা অর্জন করা।
৩. দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় দোয়া মাসআলা সহ নামাজ শিক্ষা।
৪. নির্ধারিত কিছু সূরা ও দোয়া মুখস্থ করা।
৫. বিশেষ কিছু সূরা ও দোয়ার অর্থ সম্পর্কে জ্ঞান অর্জন।
৬. ব্যক্তি গঠনের জন্য আত্নশুদ্ধিমূলক বয়ান।
৭. ইসলামী চিন্তা-চেতনা, সংস্কৃতি ও শিষ্টাচার সম্পর্কে অবগত করা।
৮. কুরআন, হাদীস, সীরাহ ও সাহাবীগণের জীবনী সহ ইসলামী ইতিহাস সম্পর্কে সাধারণ জ্ঞান প্রদান।