মারকাযুত তাহযীবিল ইসলামী বাংলাদেশ
( ইসলামী শিক্ষা ও সাধারণ শিক্ষার সমন্বয়ক প্রতিষ্ঠান )
“মারকাযুত তাহযীবিল ইসলামী বাংলাদেশ” ব্যতিক্রমধর্মী একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে রয়েছে দ্বীনী শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার অপূর্ব সমন্বয়। শিক্ষার্থীর স্তর অনুযায়ী শিক্ষার ধাপ নির্ণয় করা এর অন্যতম বৈশিষ্ট্য, যা এই প্রতিষ্ঠানকে করে তুলেছে অনন্য। অত্র প্রতিষ্ঠানে আছে তিন শ্রেণীর সেবার ব্যবস্থা: আবাসিক, অনাবাসিক, ডে-কেয়ার। পড়াশোনার সুন্দর পরিবেশ। আবাসনের নিরাপদ ব্যবস্থা। আপনাদের প্রিয় প্রতিষ্ঠান “মারকাযুত তাহযীবিল ইসলামী বাংলাদেশ” বর্তমানে চার বিভাগে বিভক্ত। নূরানী, নাযেরা, হিফজ ও ফরজে আইন তথা বয়স্ক ও জেনারেলদের কুরআন শিক্ষা কোর্স। সুদক্ষ, অভিজ্ঞ ও পরিশ্রমী শিক্ষকমণ্ডলী দ্বারা প্রতিটি বিভাগ পরিচালিত। অভিভাবক তূল্য স্নেহ ও আন্তরিকতা নিয়ে পাঠদান হলো এর অন্যতম বৈশিষ্ট্য। দ্বীনদার, মেধাবী, অসচ্ছল ও এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে অত্র প্রতিষ্ঠান প্রদান করছে বিশেষ সুবিধা। সময়ের প্রয়োজনে আরো ব্যপক সেবাক্ষেত্র গ্রহণ ও গুণগত মানের পরিধি বিস্তৃত করণের প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।