মাদরাসার বৈশিষ্ট্যাবলী:  

১. কোলাহল মুক্ত আরামদায়ক পরিবেশ। 

২. স্নেহ ও আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের পাঠদান।  

৩. প্রতিটি বিভাগের জন্য রয়েছে সময়োপযোগী শিক্ষা-সিলেবাস।  

৪. উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে দৈনন্দিন পাঠ মুখস্থ করা।  

৫. মানসম্মত হোস্টেল সেবা।  

৬. স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন।  

৭. সম্পূর্ণ প্রতিষ্ঠান সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।  

৮. ব‍্যক্তি গঠন ও প্রতিভা বিকাশের জন্য বিভিন্ন সেমিনার।  

৯. প্রতিটি শিক্ষার্থীকে ইসলামী চেতনা, সংস্কৃতি ও শিষ্টাচার বিষয়ে শিক্ষা প্রদান করা এবং এর উপর গড়ে তোলার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান।  

১০. শিক্ষার্থীর সার্বিক উন্নতি-অবনতির মাসিক হিসাব অভিভাবকগণের নিকট প্রদান করা।  

Exit mobile version