শিক্ষার্থীর করনীয়:  

নিয়‍্যত পরিশুদ্ধ করে ইলম অর্জনের পথে যাত্রা শুরু করা।  

সর্বদা নিজ লক্ষ্য উদ্দেশ্যের প্রতি সচেতন থাকা এবং নিরবচ্ছিন্ন চেষ্টা অব্যাহত রাখা।  

মাদরাসার প্রতি সর্বোচ্চ আন্তরিক ও যত্নবান হওয়া। 

মাদরাসার নির্ধারিত বিরতির অতিরিক্ত ছুটি কাটানো যাবে না।  

শিক্ষকগণের প্রতি শ্রদ্ধা ও সম্মান বজায় রাখা এবং অন‍্যান‍্য দায়িত্বশীল সহ নিজ সহপাঠীদের সাথে মার্জিত ব‍্যবহার করা।  

সবধরনের গর্হিত কাজ থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা।  

আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ’র দৃষ্টিভঙ্গি আঁকড়ে ধরা, সেই আদর্শের উপর নিজেকে গড়ে তোলা।  

সর্বদা ইসলামী পোশাক-পরিচ্ছদ ও সুন্নাহ’র প্রতি  গুরুত্বারোপ করা অত‍্যবশ‍্যক।

Exit mobile version